অচেনা ফুল

-প্রিন্স ঠাকুর

বনে ছিল এক অচেনা ফুলের চারা
অন্তর-মাঝে রোপণ করিনু তারে,
সৌরভে তার মুগ্ধ নিখিল ধরা―
মোর মনও তাই দিশেহারা তারে ঘিরে।

মধুমতী তীর ভাঙে স্রোতে বরষায়
কেউ নাহি তার দোষ দেয় কোনো কালে,
গভীর বেদনায় ক্লান্ত এ হৃদয়―
সয়ে যায় সব নীরবে দুঃখ ভুলে।

অচেনা ফুলের যোগ্য কি আমি নই?
পারি না কি দিতে একটি ফুলের কুঁড়ি,
করেতে তোমার? অন্তর দিয়ে তাই―
আজিকে তোমায় দিবস-রজনি স্মরি।

২২.০৬.১৯৯৮ ইংরেজি, বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল।

কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *