-প্রিন্স ঠাকুর
মনের ঘরে সুখপাখিটা
উড়–উড়– করে,
কার-বা সাধ্যি আছে
শিকল বাঁধে তারে।
কানে কানে মনভ্রমরা
শুনিয়ে যায় গান,
দুঃখের মাঝেও সুখ খোঁজে
এ অবুঝ প্রাণ।
কষ্ট-বাণে তির ছুটেছে
লাগল আমার বুকে,
উজান গাঙে নাও চলেছে
কোন অজানা সুখে।
যৌবননদী উথালপাথাল
কূল ভাসিয়ে ঢেউ,
ঢেউ থামাতে কী যে কষ্ট
বুঝে তা কি কেউ!
১২.০৯.২০১১ ইংরেজি, মেরুল বাড্ডা, ঢাকা।
কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।