অনুরাগ

-প্রিন্স ঠাকুর

তুমি আমায় বাসবে না ভালো তা জানি
স্মৃতিখানি তবু মোর চিতে রবে জেগে,
দূর থেকে যদি দাও শুধু হাতছানি
স্বপনে তোমাকেই রাঙাব অনুরাগে।

যতটাই দূরে ঠেলবে আমায় তুমি
ততটাই তোমার কাছেই আমি রব,
আকুল হৃদয়ে কাটাব দিবসযামী
সজল নয়নে বিরহ-বেদনা সব।

সাথিহারা হয়ে রব আর কত দিন?
তোমারই মধুর সুরেলা কণ্ঠধ্বনি,
আর কতকাল করবে আমায় দীন
আর কতকাল শুনাবে আশার বাণী?

কোন অপরাধে ভুলে যাও তুমি মোরে
কোন ভুলে আজ ছলাকলা তব হেন?
আমি তো তোমায় দিয়েছি উজাড় করে
মন-প্রাণ আরও হৃদয়-পদ্ম যেন।

১১.০৯.১৯৯৭ ইংরেজি, বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল।

কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *