-প্রিন্স ঠাকুর
লাবণ্য,
তোমাকে দেখব বলে
জলপিপাসু পাখির মতো সেই কখন-
বসে আছি তোমার পথ চেয়ে।
এক পশলা বৃষ্টি এল, চমকে উঠি।
মনে হলো এই বুঝি এলে,
ক্ষণ যেতেই নীরবতা, তুমি এলে না।
সব ভাবনার জাল ছিন্ন করে
আশা নামক পাখিটি-
শূন্যে মিলিয়ে গেল।
তবুও বসে আছি-
কোথায়,
কেন বসে আছি
কিছুই মনে নেই
খেয়াল নেই।
বেখেয়ালি সময়, যেতে যেতে যায়।
তবুও তুমি এলে না।
একা একা শুধুই একা
কেউ নেই একলা আমি
মুক্ত পাখির মতো বাঁধনহারা
মন বোঝে না, মানতে চায় না।
কেন যেন ভালো লাগছে না
তাই, বসে আছি।
৭.০৫.১৯৯৯ ইংরেজি, কুন্ডুপাড়া, বয়রা, খুলনা।
কাব্যগ্রন্থ : সুখ সুখ কষ্ট, ২০১৯।