-প্রিন্স ঠাকুর
মনের কোণে তোমাকে যখনে
কারো ভালো লেগে যায়,
ক্ষণকাল পরে অতি গোপনে―
কাছে ডাকবে ইশারায়।
দুষ্টু লোকের মিষ্ট কথায়
প্রাণ করো না নষ্ট,
দিন গেলে পরে বুঝিবে হায়―
মনে পাবে বড় কষ্ট।
মধুর ভাষায় কত ছলনায়
অন্তর নিবে কাড়ি,
দুদিন পরে চিনিবে না তোমায়―
সেই আত্মহননকারী।
১২.০৫.২০০১ ইংরেজি, বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল।
কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।