উক্তি ০১ :
‘বর্ণনার ঘাটে ঘাটে সওদা হিসেবে
সঞ্চিত হয়েছে প্রেম।’ – প্রিন্স ঠাকুর
উক্তি ০২ :
‘আমি তোমায় ভালবাসি’
এ কথা মুখে বলা যে এত কঠিন
তা সেদিন বুঝলাম,
তোমার কাছে।’ – প্রিন্স ঠাকুর
উক্তি ০৩ :
‘অন্তদন্ধ ও বহি:দ্বন্ধে
ক্ষত-বিক্ষত,
নিয়তির নিষ্ঠুর কষাঘাতে
নি:ষ্পেশিত-নিপিড়িত,
সত্যের আদর্শে উদ্বুদ্ধ
এই আমি
এখনো বেঁচে আছি।’ – প্রিন্স ঠাকুর
উক্তি ০৪ :
‘মম চলার পথ
কন্ঠক-কাকীর্ণ যত,
চলবো ধীরে,
নিরবে-নিভৃতে,
সন্তর্পণে তত।’ – প্রিন্স ঠাকুর