ভালোবাসা কাকে বলে কী করে তা কই,
মুখে হাসি বুকে কান্না কেমনে তা সই।
এটাই যদি ভালোবাসা হৃদয়জুড়ে বাঁধে বাসা,
কান্না-হাসির এই দুনিয়ায় কেন তবে আসা।
বুকের কষ্ট বুকেই থাকে বলতে যে না পারি,
নিজের ঘায়ে লবণ-ছিঁটা নিজে নিজেই মারি।
আমার দুঃখ কেউ বোঝে না দূরে সরে থাকে,
এ যন্ত্রণার কী যে জ্বালা বলব আমি কাকে।
বলতে গেলে ভুল বোঝে আর দুঃখ দিয়ে যায়,
যৌবননদী পাড়ি দেব উঠবো কার নায়।
জীবনের আজ ২৬ বছর পার হয়ে যে যায়,
ব্যস্ততম শহরগুলো আর কখনো কোনো গাঁয়।
এর মাঝেও পাইনি খুঁজে আমার পরানপাখি,
খুঁজতে খুঁজতে সন্ধ্যা নামে আরো খুঁজব নাকি।
যৌবননদীর উথালপাথাল পাই না কারো দেখা,
পণ করেছি বাকি জীবন কাটিয়ে দেব্ একা।
দুঃখের দেওয়া কেস খারিজে হলাম আমি শেষ,
শান্ত, সুবোধ বালক আমি এই আছি ভালো বেশ।