একটুকরো জমি

-প্রিন্স ঠাকুর

কিছুটা পতিত অনুর্বর জমি যেটুকু না হলে নয়
এভাবে কতটা দিন? জীবন হবে ক্ষয়।
অনাবাদি অকর্ষিত একটুকরো জমির আশে
প্রতীক্ষায় এই ভূমিহীন কৃষক স্বপ্নলোকে ভাসে।
সাতাশ বসন্ত ধরে,
রেখেছি যতন করে।
একোজ বীজ, মজবুত লাঙল,
শরীরী বল, এই যা সম্বল।

উঞ্চতার তীব্র রোশে,
আশা-ভরসা, আকর্ষণ যায় কি খোসে?
ফসলে-ফসল উপচে পড়া মাঠ দু’চোখে স্বপ্ন আমার
একান্ত ব্যক্তিগত, নিজের খুব যতেœর ব্যতিক্রম খামার।

শীতল আর্দ্রতা জমিতে যখন-আসে
জো-পড়লে হয় জমি উপযুক্ত চাষে।

অতি আদরের চাষ সঞ্চিত অভিজ্ঞতায়
সযতনে সার মাটি দেবো উর্বরতায়।
দেখ উদ্যত কর্মোদ্যম লাঙল,
কর্ষণে বীজ বপনে হয়েছে পাগল।

০২.০৮.২০০৭ ইংরেজি, বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল।

কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *