-প্রিন্স ঠাকুর
সমুদ্রে সাইক্লোন এল
জলোচ্ছ্বাস বালুকা বেলায়,
দাঁড়িয়ে রয়েছি তীরে
একাকী স্পন্দনহীন।
ডরি না মৃত্যুকে কভু,
দুরাশায় মন ভরপুর―
শুধু জানি কে যেন ঘূর্ণিঝড়ে
লীলায়িত চঞ্চল বিহ্বল।
ঊর্ধ্বে সুনীল আকাশ
নিম্নে সমুদ্র-গর্জন।
কর্ণকুহরে কার নূপুরের ধ্বনি
উঠিছে বাজিয়া।
সে কি তুমি প্রিয়তমা,
জনমে জনমে রয়েছ সকাশে?
নাহি জানি কত দূরে,
কোন নিকুঞ্জ কাননে
চলে তব অভিসার!
জানি না; বুঝি না,
তব ছন্দময় রাগ-অনুরাগ
লীলাময় বাঁশরি সংগীত।
তবু মন মোর
উদাস চঞ্চল তব লাগি;
মিটিবে কি আশা মোর
কোনো দিন, কোনো যুগান্তরে?
১৫.১০.১৯৯৭ ইংরেজি, বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল।
কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।