কে তুমি অপরূপা
-প্রিন্স ঠাকুর
কে তুমি?
অপরূপা, লাবণ্যময়ী, হাস্যোজ্জ্বল প্রেমদেবী;
আমি হারিয়ে যাই তোমার অন্তরনীলে।
চোখ বলে―
আরো দেখি, ভিতর বাহির, অন্তর-নদী।
নাক বলে―
গন্ধ বুঝি, অন্ধলোকের সার গন্ধ
যেটুকু পাই সবটাই চাই।
মুখ বলে―
কিছু বলি, ভালো লাগার কথার ঝুরি।
জিহ্বা বলে―
স্বাদ নেব গো, যা আছে সব চেটে পুটে
অনুভূতিগুলো লুটে নেব।
কান বলে―
কিছু শুনি, সুরেলা কণ্ঠে কথার মালা।
বুক বলে―
জড়িয়ে রাখি, আদর করে খুব যতনে।
মন বলে―
কাছে টানি, অন্তর-মাঝে গহীন লোকে।
হৃদয় বলে―
ভালোবাসি, ভালোবাসি, খুব বেশি।
হাত বলে―
ছুঁয়ে দেখি, ধরে রাখি হাত-দুটি শক্ত করে
সারাটি জীবন নিজের করে।
পা বলে―
কাছে যাই, আরো কাছে, খুব কাছে
তোমার ওই অন্তরনীলে ॥
২৯.০১.২০০২ ইংরেজি, রংপুর, দৌলতপুর, খুলনা।
কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।