কোনো এক বিকেলে

-প্রিন্স ঠাকুর

কোনো এক বিকেলে
দেখেছি তোমাকে
আনমনা চোখে ভীরু ভাবনায়।

মেঠো পথ ধরে আলতারাঙা পায়ে
একলা তুমি মাঠের পাশ দিয়ে
হেঁটে চলেছ; লাজুকলতা;
সবুজ শাড়ি পরণে তোমার
গায়ে লাল ব্লাউজ,
বিকেলের ঝিরিঝিরি বাতাস লেগে
উড়ছিল শাড়ির আঁচল,
চুল ছিল খোঁপায় বাঁধা
দু’হাতে রেশমি চুড়ি।

লালটিপ ছিল কপালেতে
কানে দোলে সোনার দুল
চোখে তোমার কাজল আঁকা-
দেখতে মায়াবী হরিণের মতো
তোমার চোখে এত জাদু ছিল যে
আমি জানতে পারিনি।

আমি বুঝতে পারিনি যাদুর কাঠির ইশারায়-
কখন যেন ঝড়ের হাওয়া বইয়ে দিলে
আমার এ সবুজ অবুঝ হৃদয়পটে।

সেই ঝড়ো হাওয়ার তীব্র আকর্ষণে-
জয় করেছ আমার হৃদয়
কেড়ে নিয়েছ আমার মন।

১০.০৮.১৯৯৫ ইংরেজি, বিএম রোড, খুলনা।

কাব্যগ্রন্থ : সুখ সুখ কষ্ট, ২০১৯।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *