-প্রিন্স ঠাকুর
আকাশে তারা নেই, চন্দ্র নেই
নেই জ্যোৎস্নার লেশ।
আজ সারা আকাশজুড়ে মেঘের খেলা―
টিপটিপ বৃষ্টি পড়ছে;
মেঘ ডাকছে বিদ্যুৎ চমকায়,
টিনের চালে টুপটাপ শব্দ।
বৃষ্টিরানির চলা নূপুরের শব্দে বিমোহিত
প্রকৃতিতে আচমকা বাতাসের আনাগোনা,
ঘরের বাহির, চিন্তার অবকাশ নেই―
খোলা জানালায় একাকী
বসে বসে দেখছি আর কী সব ভাবছি;
কল্পলোকের হাতছানিতে
হাত বাড়িয়ে হাতে-জলে মাখামাখি
অনুভবে অনুভুতির শিহরন।
নিজেকে কিছুটা একা একা লাগে
কিছুটা উদাসী, কিছুটা অপূর্ণতা।
মনের কোণে কড়া নাড়ার শব্দ
দরজা খুলতেই তুমি দাঁড়িয়ে সেখানে।
মনের জোয়ারে ভাটার টালমাটাল,
ভালো লাগায় অমানিশার ছায়া।
একাকী সময় যেতে যেতে যায়
চারদিকে শূন্যতার ঘ্রাণ―
ভালো লাগতে লাগতেই মন খারাপের দীর্ঘশ্বাস
হয়ত ভালো লাগত ভীষণভাবে
যদি তুমি থাকতে আমার পাশে।
২১.০৯.১৯৯৮ ইংরেজি, কু-ুপাড়া, বয়রা, খুলনা।
কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।