জিঘাংসা

-প্রিন্স ঠাকুর

মনে কি পড়ে,
সেই তারা উজ্জ্বল জোছনা-রাতের কথা?
দুজন একাকী নির্জনে বসে কত না কথা বলেছি।

আলতো করে হাতের ওপর তুলে ধরলাম
তোমার মুখটি-
মনের কথাটি বলব বলে,
আবেগে বোজা তোমার চোখ দেখে
বলা হলো না।
তোমার কথা তুমি বলেছ, বলেছি আমি, শোনোনি তুমি,
শুনেছি শুধু এই আমি একা।

কতবার বললাম তোমায়, শোনো কানে-কানে বলি,
রক্ত লাজে ফিরিয়ে নিলে তোমার মুখ;
বলা হলো না।
অনেক আশা, অনেক প্রতীক্ষার পর কাছে পেয়েও
তোমাকে, বলা হলো না।

মনের মাঝে হৃদয়-মন্দিরে রচনা করেছি ভালোবাসা,
মনের যত কথা, যত ব্যাকুলতা, বলি বলি করেও
বলা হলো না।

সেই তুমি একদিন হঠাৎ,
ভালোবাসার মানচিত্রটা অসংখ্য টুকরো করে;
ছুড়ে দিলে ডাস্টবিনে।
ভালোবাসা এতই কি ঠুনকো ছিল?
জানা হলো না।

০৯.০৫.১৯৯৬ ইংরেজি, আরএন রোড, যশোর।

কাব্যগ্রন্থ : সুখ সুখ কষ্ট, ২০১৯।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *