-প্রিন্স ঠাকুর
বাতাস-এ
ভেসে যাওয়া
ধূলিকণার মতো
এ জীবনটা।
বাতাস
আছে তো;
চলবে,
বাতাস
যখন বন্ধ
তখন
নিচে পড়ে শেষ।
কোথায় কীভাবে
পড়বে তার
কোনো ঠিকানা নেই।
তবে মৃত্যুর পরপারে
কোনো না কোনো
নাম না-জানা লোকে
হয়তো―
হবে এর স্পন্দন;
লীলায়িত আরবার।
২১.০৫.২০০০ ইংরেজি, বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল।
কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।