তুমি এলে হেমন্তের এক প্রাতে, প্রকৃতির রূপ বদল- মাঠের ধান হলো সোনার বরণ, গাছের সবুজ পাতা প্রগাঢ় সবুজ; ফুলের সুবাস ছড়িয়ে চৌদিকে। তোমাকে পেয়ে চঞ্চল মন হলো শান্ত। স্বপ্ন হয়ে, হৃদয় ভরে, এসেছিলে তুমি। বলেছিলে থাকবে চিরদিন, ছিলেও অনেক দিন, অনেক ক্ষণ।
তারপর… একদিন তুমি চলে গেলে। কনকনে শীত সকাল, প্রকৃতি হঠাৎ শুষ্ক হয়ে ওঠে- গাছের পাতারা ঝরতে থাকে, চারদিকে শুধু বেদনার সুর। তুমি চলে গেলে।
আঁধার রাত নিস্তব্ধ নিঝুম নিদ্রাহীন দুটি চোখে আগুন জ্বলে, তোমার ফেলে যাওয়া স্মৃতি রাতজাগার একমাত্র সাথি হয়ে আছে আজও। তুমি চলে গেলে।
মনে পড়ে যখন সেই প্রেমময় স্মৃতি- রং-তুলির আঁচড় কাটি ক্যানভাসে। সুখসাগরে গা ভাসিয়েছ তুমি আজ, পারিনি তো আমি তোমাকে ভুলিতে- দিন-মাস বছর ধরে আজও আছি তোমার প্রতীক্ষায়।