দাঁড়িয়ে অনন্তকাল

-প্রিন্স ঠাকুর

শোবার ঘরের সামনে
দরজার পাশেই
বিদেশি ফুলের গাছ;
থোকায় থোকায় ফুল ফুটেছে,
লাল রঙের ফুল।

নিদ্রাদেবীর কোল থেকে উঠি
দরজা খুলে তাকাই সেদিকে,
শিশির-স্নাত গাছটি।
মনে হয়,
সবুজ শাড়ি গায়ে জড়িয়ে
হাতে ফুলের ডালি সাজিয়ে,
কে যেন,
দাঁড়িয়ে অনন্তকাল―
অভিবাদন জানাতে আমায়।

তুমি কি সেই?
জন্ম-জন্মান্তরের মানস প্রতিমা,
দাঁড়িয়ে রয়েছ হেথায়―
ফুলের বরণডালি হাতে,
সুদীর্ঘ অপেক্ষায়?

২৭.০৩.২০০০ ইংরেজি, বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল।

কাব্যগ্রন্থ : সুখ সুখ কস্ট, ২০১৯।

Share

Comment (1)

  1. artndesignbd
    September 18, 2022

    Nice

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *