নতুন প্রজন্মের উন্মুক্ত স্টাইলিশ বাংলা ফন্ট.

বাঙালির জন্যে, বাংলা ভাষার জন্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস…

প্রযুক্তির কল্যাণে দেশ আজ অনেক এগিয়ে। প্রতিটি ক্ষেত্রেই ‘e’-সমৃদ্ধ। কিন্তু, ‘e’ জগতে ইংরেজি ফন্টের সমৃদ্ধতার সাথে বাংলা ফন্টের তুলনা করলে খুব একটা অগ্রগতি চোখে পড়েনা। অথচ, আমাদের বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত এবং ভাষাভাষীর সংখ্যার হিসেবে পৃথিবীর ৫ম বৃহত্তম ভাষা। ব্যক্তিগত জীবনে আমি ক্রিয়েটিভ ডিজাইনার হিসেবে কাজ করছি। সেই কারণেই স্টাইলিশ বাংলা ফন্টের অভাববোধটা অতি গভীরভাবে অনুভব করি।

’এবার অবাক হবে বিশ্ব’ শ্লোগানকে সামনে রেখে মাতৃভাষার জন্য ইতিহাসের দীর্ঘতম আন্দোলন তথা অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার বর্ণমালাকে সমৃদ্ধ করতে ব্যক্তিগতভাবে ’দিপ্র ফন্ট’ আমার ক্ষুদ্র একটি প্রয়াস। আশা করছি স্টাইলিশ বাংলা ফন্টের এই স্বল্পতার দিনে নতুন তৈরি এই ফন্টটি কিছুটা হলেও বাঙালিদের বাংলা ফন্টের চাহিদা পূরণে অবদান রাখবে।

বাংলা ভাষা ও ভাষা সৈনিকদের প্রতি আন্তরিক শ্রদ্ধাবোধ ও দায়বদ্ধতা এই ফন্ট তৈরিতে আমার অনুপ্রেরণা। ডিজাইনিং-এর প্রয়োজনে দরকারী ফন্টটুকু তৈরি করে নিয়েছি। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেকবার সম্পূর্ণ ফন্ট তৈরির উদ্যোগ নিয়েও তা পারিনি। কিন্তু, বাংলা স্টাইলিশ ফন্ট-এর অভাবে সময়ের স্বল্পতা থাকা সত্বেও নিজেই একটা উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শুরু করি আমার খেরোখাতায় ডিজাইন করা ফন্টগুলোকে কম্পিউটারে ব্যবহারের উপযোগি করে তোলার কাজ। অবশেষে ২৯ নভেম্বর ২০১৫ খ্রীষ্টাব্দ (DiproAD_Regular) ফন্ট তৈরি হয়েও গেল। আনন্দচিত্তে ‘দিপ্র’ নামের Display Type ফন্ট এর নমুনা প্রকাশ করেছি। ২১ ফেব্রুয়ারি ২০১৬ সালে (DiproAD_Regular, DiproAD_Italic, DiproAD_Thin, DiproAD_Thin-Italic & DiproAD_Thick-Thin) ফন্টটির এই ৫টি ষ্টাইল সবার জন্যে উন্মুক্ত করে দিয়েছি। এখন আরোও দু’টি স্টাইল (DiproAD_Bold, DiproAD_Bold-Italic) পাবেন।

’দিপ্র’ ফন্টটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত উদ্যোগে তৈরি। সম্পূর্ণ আলাদা এবং আনকোরা এই বাংলা ফন্টটি সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত। বিনামূল্যে ডাউনলোড করে নিজে ব্যবহার করুন, অন্যকে ব্যবহার করতে সহযোগিতা করুন। তবে, এই ফন্টগুলি ব্যবসায়িক কাজে ব্যবহারযোগ্য নয়, ব্যক্তিগত ভাবে ব্যবহার করতে পারবেন। অন্যথায় আইনের আওতায় আসতে পারে।

আমি আশা করি ফন্টটি আপনাদের ভাল লাগবে। আপনাদের ভাল লাগাই আমার স্বার্থকতা। ফন্ট সম্পর্কিত যে কোনো  পরামর্শ, ভুলত্রুটি, ভাল-মন্দ নির্দ্বিধায় জানাতে পারেন। আপনাদের সু-চিন্তিত পরামর্শ আমাকে পৌঁছে দিবে আগামীর লক্ষ্যে।

বর্তমানে (DiproAD Ansi Font) ফন্ট পাবেন। (DiproAD_Unicode Font) এর কাজ চলছে। শীঘ্রই ফন্টগুলোর আপডেট পাবেন। আর এই ফন্টগুলোর আপডেট এবং ডাউনলোড লিংক পেতে www.artndesignbd.com এবং www.facebook.com/artndesign.bd ফেসবুক পেইজ এ লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথেই থাকুন। আরও নতুন নতুন বাংলা লিপি’র কাজ চলছে।

সবশেষে শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলার সকল ভাষা সৈনিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলা ভাষা। “মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা।”

ধন্যবাদান্তে,
প্রবীর চক্রবর্ত্তী (প্রিন্স ঠাকুর)
চিত্রশিল্পী, ডিজাইনার, টাইপোগ্রাফার, কবি ও লেখক।