-প্রিন্স ঠাকুর
আমি বৃষ্টির কাছে গেলাম
কান্না শিখতে
বৃষ্টি আমার কান্না দেখে
থমকে দাড়ায়। কাঁদা হলো না।
আমি অগ্নির কাছে গেলাম
জ্বলে-পুড়ে দগ্ধ হতে
অগ্নি আমার ভেতরের উত্তাপ দেখে
সরে দাঁড়ায়। পোড়া হলো না।
আমি সমুদ্রের কাছে গেলাম
ডুবে মরব বলে
সমুদ্র আমার চোখের জল দেখে
স্তব্ধ হয়ে যায়। ডোবা হলো না।
আমি পাহাড়ের কাছে গেলাম
এক লাফে নিচে পড়ে শব
পাহাড় আমার দুঃখের ভারে
নতজানু হয়। মরা হলো না।
তা হলে…? তা হলে আমি কীভাবে
বইব আমার এই দুঃখের ভার?
চারিদিক নিশ্চুপ, সুনসান
কোথায় উত্তর, উত্তর কোথায়?
আকাশে-বাতাসে ভেসে বেড়ায়
শুধু হাহাকারের প্রতিধ্বনি
দুঃখ, দুঃখ আর দুঃখ―
এটা যার যার তার তার
ভাগ্যগুণে অর্জিত সম্পদ।
২৩.০৩.২০১৩ ইংরেজি, পুরানা পল্টন, ঢাকা।
কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।