পূর্ণিমা রাত

-প্রিন্স ঠাকুর

আকাশজুড়ে মেঘ করেছে
তারই ফাঁকে চাঁদ,
দুই হৃদয়ের মিলনমেলা
এ কি প্রেমের ফাঁদ!

দিনের শেষে সন্ধ্যা নামে
মেঘ-আড়ালে আলো,
আলো-ছাঁয়ার লুকোচুরি
দেখতে কতই ভালো।

পূর্ণিমা রাত আধফালি চাঁদ
হৃদয়জুড়ে সুখ,
তাকিয়ে দেখি পাশে বসা
সোনা বউয়ের মুখ।

১৯.০৭.২০১৩ ইংরেজি, ঢাকা-সিলেট হাইওয়ে।

কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *