কবিতা November 2, 2021 পূর্ণিমা রাত -প্রিন্স ঠাকুর আকাশজুড়ে মেঘ করেছে তারই ফাঁকে চাঁদ, দুই হৃদয়ের মিলনমেলা এ কি প্রেমের ফাঁদ! দিনের শেষে সন্ধ্যা নামে মেঘ-আড়ালে আলো, আলো-ছাঁয়ার লুকোচুরি দেখতে কতই ভালো। পূর্ণিমা রাত আধফালি চাঁদ হৃদয়জুড়ে সুখ, তাকিয়ে দেখি পাশে বসা সোনা বউয়ের মুখ। ১৯.০৭.২০১৩ ইংরেজি, ঢাকা-সিলেট হাইওয়ে। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share ঐ এলো বৃষ্টিNovember 2, 2021বনের পাখিNovember 2, 2021 Related Posts কবিতা গান March 26, 2022artndesignbd স্বাধীনতার জয়ধ্বনি -প্রিন্স ঠাকুর স্বাধীন দেশের স্বাধীন পতাকা উড়াই স্বাধীন আকাশে, স্বাধীনতার... কবিতা November 12, 2021artndesignbd দাঁড়িয়ে অনন্তকাল -প্রিন্স ঠাকুর শোবার ঘরের সামনে দরজার পাশেই বিদেশি ফুলের গাছ; থোকায় থোকায়...