ফেলে-আসা দিনের স্মৃতির ঝাঁপি খুলি
কিছু কি মনে পড়ে?
মনেও পড়ে না কিছুই পোড়া ছাই।
ওই যে ছেলেবেলা; দেখা যায় ওই যে
চলে যায় হামাগুড়ি দিয়ে বার্ধক্যের নির্দেশিত পথে।
কোনো স্মৃতি কি পাওয়া যাবে না ওর কাছে?
কিছুই নেই! বলুন তা হলে, কীভাবে সময় যাবে।
এই যে, সারাক্ষণ চুপচাপ একলা বিএম রোডে
কখন থেকে কেমন বসে আছি, খেয়াল নেই।