-প্রিন্স ঠাকুর
প্রেম নামের সুখপাখিটি
উড়ে গেল কই,
প্রেমবিহীন প্রেমপূজারি
কেমনে আমি হই।
গুড়ের হাটের গুড়ের হাঁড়ি
পড়ে আছে যেমন,
বন্ধু ছাড়া এই আমি
কষ্টে আছি তেমন।
মনের মতো মন খুঁজে বল
পাব আমি কই?
প্রেমবিহীন প্রেমপূজারি
কেমনে আমি হই।
গাছের শোভা বৃদ্ধি করে
গাছের যত পাতা,
তুমি ছাড়া আমার জীবনখাতা
পড়ে আছে ফাঁকা।
সেই জীবন খাতা পূর্ণ করতে
সঙ্গী পাব কই?
প্রেমবিহীন প্রেমপূজারি
কেমনে আমি হই?
১৫.০২.২০০৫ ইংরেজি, নওয়াপাড়া, যশোর।
কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।