-প্রিন্স ঠাকুর
হয়তো হতে পারে দেখা
নয়ত-বা নয়,
জীবনযুদ্ধে যে জিতবে
তারই তো জয়।
চলার পথে হারজিত
কীসের এত ভয়,
ভয় পেলেই হেরে গেলাম
জীবন হবে ক্ষয়।
মনের ভিতর কত কথা
জমা থেকে যায়,
দূরে থেকে কীভাবে বলো
এসব কথা হয়।
তাইতো ভাই মনের কথা
মনেই থেকে যায়,
নিজের কথা নিজেই বলি
নিজের কাছে রয়।
গোপন কথা গোপন ব্যথা
কষ্ট বুকে থাকে,
কারই-বা এল গেল
বলব আমি কাকে।
যে ছিল সে পালিয়ে গেল
আঁধারভরা রাত,
মনের দুঃখ মনেই থাকে
যে যাবার সে যাক।
বনের পাখি বনেই থাকে
মানে নাতো পোষ,
এই কথা কাকে বলি
কাকে দিব দোষ।
২০.০৫.২০১২ ইংরেজি, ঢাকা।
কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।