-প্রিন্স ঠাকুর
এই আছি বেশ ভালো একা
তার সাথে হলো নাতো দেখা।
মনকে বলি শোন, একটু দাঁড়া
তোর কীসের এত তাড়া?
কথা কিছু বলব মনের
আছে কি দরকার ফোনের?
নেই তো তার হাতে ফোন
আমার সেইতো আপনজন।
মনটা নেই আজ ভালো
চারিদিক অন্ধকার কালো।
জানালার পাশে একটু দাঁড়াই
এদিক সেদিক দূরের পানে তাকাই।
মনের আকাশে ভীষণ মেঘ
বেড়েই চলেছে ঝড়ের বেগ।
চোখের কোণে জমে জল
বন্ধু, কিছু একটাতো বল?
মনে মনে লেগেছে আজ দ্বন্দ্ব
দেখা হবার রাস্তা হলো বন্ধ।
বুক জ্বলে মনটা যায় পুড়ে
কী জ্বালা কেমনে বুঝাই তারে!
এই ছিল কি তার মনে
জানিয়ে দিত কাল ফোনে।
“ভালো লাগে না আর তোমায়
মনে রেখো না আর আমায়।”
ভুলে যাব বন্ধু একেবারে
বিদায় বন্ধু বিদায় চিরতরে।
০৩.০৬.২০১১ ইংরেজি, মেরুল বাড্ডা, ঢাকা।
কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।