কবিতা November 12, 2021 বেলকনিতে একাকী -প্রিন্স ঠাকুর পড়ন্ত বিকেল। সৌরজগতের নিয়মানুযায়ী সূর্য পূর্বপ্রান্ত থেকে পশ্চিমে অস্তাচল। এমন সময় শূন্য হৃদয়কে সম্বল করে বসে আছি একাকী, টিএন্ডটি কলোনির কোনো এক বেলকনিতে। চঞ্চল দুষ্টু উদাসী মন উঁকি মারে এদিক-সেদিক। দূরে আকাশে যেন আগুন লেগেছে কখন, ঝিরঝিরে বাতাস, সারি সারি গাছেরা মাথা নাড়িয়ে একে অন্যের ইশারায় ব্যস্ত। হঠাৎ―মনে পড়ে তোমাকে। লিখতে বসলাম, কী যে লিখব, ভাবছি। ভাবনার মাঝে দু’কলম লেখা― ‘কেমন আছ তুমি, নিশ্চয়ই ভালো?’ সূর্য প্রায় ডুবু-ডুবু উষ্ণতা হারিয়ে যাচ্ছে, পৃথিবীর মৌনতার ছন্দ মুহূর্তেই গ্রাস করল― হতাশা; দেখতে না পাবার বাসনা। তুমি এত কাছে, তবু মনে হয়― লক্ষ যোজন দূরে। হয়তো, কোনো স্বপ্নিল জগতের অধিবাসিনী তুমি। ৩০.০৯.১৯৯৭ ইংরেজি, টিএন্ডটি কলোনি, বয়রা, খুলনা। কাব্যগ্রন্থ : সুখ সুখ কষ্ট, ২০১৯। Share তুমি চলে গেলেNovember 12, 2021কেউ বলেনি আমায়November 12, 2021 Related Posts কবিতা গান March 26, 2022artndesignbd স্বাধীনতার জয়ধ্বনি -প্রিন্স ঠাকুর স্বাধীন দেশের স্বাধীন পতাকা উড়াই স্বাধীন আকাশে, স্বাধীনতার... কবিতা November 12, 2021artndesignbd দাঁড়িয়ে অনন্তকাল -প্রিন্স ঠাকুর শোবার ঘরের সামনে দরজার পাশেই বিদেশি ফুলের গাছ; থোকায় থোকায়...