ছড়া ছড়া গান March 10, 2023 ব্যাঙ মামা -প্রিন্স ঠাকুরও ব্যাঙ মামাগায়ে নতুন জামাকোথায় তুমি যাও।বসে আছো খাটেতেপা ঝুলিয়ে মাটিতেগুড় মুড়ি খাও।হাতে দেখি ছাতামাথায় আমের ঝাকাশশুর বাড়ি যাও ?আনতে হবে মামিকেসাথে আনবে নানিকেজলদি করে যাও।করোনা আর দেরিপাবেনা ঘাটে ফেরিকেনো এদিক-ওদিক চাও।লাগেনা আর ভালোমনটা বেজায় কালোতুমি কি যে চাও।একলা ঘরে আমিকেমন করে থাকিমামিকে এনে দাও ॥২২.০৩.২০১৯ ইংরেজি, কেরাণীগঞ্জ, ঢাকা। Share শিয়াল মামার বিয়েMarch 10, 2023শেখ মুজিবAugust 15, 2023 Related Posts ছড়া August 15, 2023artndesignbd মুজিব স্বরণে -প্রিন্স ঠাকুর মুজিবকে আমি দেখিনি শুনেছি তাঁর কথা, হায়নারা তাঁর প্রাণ... ছড়া August 15, 2023artndesignbd শেখ মুজিব -প্রিন্স ঠাকুর মুজিব আমার আশার আলো মুজিব চির অম্লান, মুজিব মানে...