আজকাল না, কোনো কিচ্ছু ভাল্লাগে না, ভাল্লাগে না―শুনতে কারো কোনো বায়না। ভাল্লাগে না, খোকা, ভাই, দাদা ডাক শুনতে, মিষ্টি সুরে কারো কোনো নাম ধরে ডাকতে। ক্যান ভাল্লাগে না, শুনবে; বলব, না―থাক্, ভাল্লাগে না―টাল্লাগে না, ওসব কিছু যাক্। রাতে আমার ঘুম আসে না ভাল্লাগে না আলো, ভাল্লাগে না খেতে আমার ভাল্লাগে না ভালো। আড্ডায় আমার ভাল্লাগে না, ভাল্লাগে না খেলতে, ভাল্লাগে না নানা রঙের ওই ফড়িংগুলো ধরতে। গল্প শুনতে ভাল্লাগে না, ভাল্লাগে না ছুটতে, ভাল্লাগে না নষ্টামিতে, কোনো নেশা করতে। ভাল্লাগে না কোনো কথা বলতে, কোনো কিছু শুনতে, স্বপ্ন দেখতে ভাল্লাগে না, ভাল্লাগে না ভাবতে। ভাল্লাগে না কারো কথা শুনতে, আকাশটাকে দেখতে, ভাল্লাগে না সূয্যিমামা জাগার আগে ঘুম থেকে উঠতে। পড়তে আমার ভাল্লাগে না, ভাল্লাগে না লিখতে, ভাল্লাগে না রং-তুলিতে কারো কোনো ছবি আঁকতে। ঘুরতে আমার ভাল্লাগে না, ভাল্লাগে না বসতে, ভাল্লাগে না হাতটি আমার কারো হাতে রাখতে। লিখতে চিঠি ভাল্লাগে না, ভাল্লাগে না ছিঁড়তে, ভাল্লাগে না বাসতে ভালো, একটু আদর নিতে। ভাল্লাগে না দেখতে কিছুই, একটু চুমু খেতে, ভাল্লাগে না কারো বুকে আমার মাথা রাখতে। ভাল্লাগে না দুঃখ আমার, দুঃখী হয়ে থাকতে, ভাল্লাগে না সুখের জীবন, সুখকে কাছে রাখতে, ভাল্লাগে না প্রেমিক হতে, কারো প্রেম নিতে, ভাল্লাগে না কোনো কিচ্ছুই, কী যে করি তাতে।
আশরাফ
August 2, 2022আমার মনের কথাগুলো আপনার কলমের কালিতে!!!
user1
August 28, 2022আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়…