-প্রিন্স ঠাকুর
মন বলে আজ আর নেইতো কিছুই
অতীত স্মৃতিরা শুধু ডাকে পিছুই।
জীবনের সঞ্চিত যত স্বপ্নগুলো
আশাহত হয়ে সব হলো ধুলো।
দখিনা বাতাস লেগে ধায় অজানায়
অতল সাগরে সব তলিয়ে যায়।
জীবনের চলার পথ হলো মিছেই―
মন বলে আজ আর নেইতো কিছুই
অতীত স্মৃতিরা শুধু ডাকে পিছুই।
ভালো লাগা, ভালোবাসা শুধুই আলেয়া
বদ্ধ আঁধার ঘরের বন্ধ জানালা।
সামনে চলার পথ আঁধারে ঢাকা
বুকে জমা বেদনা আর হতাশা।
চাওয়া-পাওয়ার অমিল দুই মেরুতেই―
মন বলে আজ আর নেইতো কিছুই
অতীত স্মৃতিরা শুধু ডাকে পিছুই।
আর কতদিন জীবন যাবে এমনি করে
একটুখানি সুখের লাগি কেঁদে ফিরি দ্বারে দ্বারে।
দুঃখ আমার জীবনসাথি কষ্ট গলার হার
বইতে জনম সার হলোগো বইতে জনম সার।
চাওয়াটা যাই হোক পাওয়াটা ভিন্ন
জীবনের গন্তব্যটা তাই ছিন্নভিন্ন।
এলোমেলো হলো জীবনের সব কিছুই―
মন বলে আজ আর নেইতো কিছুই
অতীত স্মৃতিরা শুধু ডাকে পিছুই।
১৪.০৪.২০১৮ ইংরেজি (পহেলা বৈশাখ ১৪২৫), কেরানিগঞ্জ, ঢাকা।
কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।