-প্রিন্স ঠাকুর
উদাসী মেঘের ভাজে
মনটা ব্যাকুল আজি,
মাতাল হাওয়ায় ভেসে
নীরবে রাতে কাঁদি।
ঘুমহীন রাত কাটে
একাকী জেগে থাকি,
শূন্য বুকটা নিয়ে
মরেও বেঁচে আছি।
অজানা হৃদয়ের টানে
আকুল হয়ে আছি,
অপেক্ষার দিন কি
এখনো অনেক বাকি?
৩০.০৭.২০১৫ ইংরেজি, বনানী, ঢাকা।
কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।