-প্রিন্স ঠাকুর
যখন আমি থাকব না আর
এ পৃথিবীর মাঝে,
চাপা পড়ে যাবে সব স্মৃতি
পুরোনো স্মৃতির ভাঁজে।
ভুলে যাবে সব একে একে
শুধু মিনতি তোমায় তবু,
মনে রেখো যুগ যুগ
ভুলনা আমায় কভু।
১০.১১.১৯৯৯ ইংরেজি, গ্রীনরোড, ফার্মগেট, ঢাকা।
কাব্যগ্রন্থ : সুখ সুখ কষ্ট, ২০১৯।