যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে; চলে যাব চিরতরে, তুমি কি তখন ভুলে যাবে আমায়, ভুলে যাবে ঘটে যাওয়া সব ঘটনা, ছিঁড়ে ফেলবে কি সব কথার মালা। কালবৈশাখী ঝড়ে কি― হারিয়ে যাবে আমাদের প্রেম, ভালোবাসা?
যখন এই পৃথিবীতে থাকব না, আসব না আর চুপি চুপি তোমার বাগানে ভ্রমর সেজে ফুলের মধু নিতে। আসব না বাগানের পাহারাদার কিংবা মালি হতে। তুমি কি তখন; মনে রাখবে না আমায়?
মনে পড়বে কি, সেই পুকুরধারে বসে থাকা, কত গল্প, কত হাসি-কান্না, রাগ অনুরাগ, আরো কত কী?
গড়িয়ে পড়বে কি, নয়ন থেকে দুফোঁটা অশ্রু?
তুমি কি আসবে না; সাঁঝের বেলা― প্রদীপ জ্বালাতে আমার সমাধিস্থলে?
যখন আমি থাকব না; চলে যাব অনেক দূরে, তুমি কি তখন বলবে, ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি।