-প্রিন্স ঠাকুর
বনের মাঝে ঢোলক বাঁজে
শিয়াল মামার বিয়ে,
বানর নাচে, ব্যাঙ নাচে
টোপর মাথায় দিয়ে।
শালিক পেঁচা গান ধরেছে
সাথে ছিল টিয়ে,
বিড়াল ছানা পালিয়ে গেল
শিয়াল বউ নিয়ে।
শিয়াল রেগে কটো মটো
ছুড়ে দিল টোপর,
বনের সবাই ছুটলো পিছে
শব্দ শুনে নূপুর।
বনের রাজার চিন্তা ভিষন
কেমনে হবে সমাধান,
শিয়াল কেঁদে গড়াগড়ি যায়
তার গেল সম্মান।
১০.০৩.২০২৩ ইংরেজি, কেরানীগঞ্জ, ঢাকা।