-প্রিন্স ঠাকুর
মুজিব আমার আশার আলো
মুজিব চির অম্লান,
মুজিব মানে লাল সবুজ পতাকা
মুজিব বাংলাদেশের প্রাণ।
মুজিব মানেই বঙ্গবন্ধু
মুজিব স্বাধীনতার ডাক,
যার জন্য এই বাঙালির হাতে
হেরেছিল সকল পাক।
মুজিব আমার আত্ম-বিশ্বাস
মুজিব মানে বেঁচে থাকা,
মুজিব মানে স্বাধীন বাংলা
মুজিব বাঙালি জাতির পিতা।
১৭ই মার্চ, ২০২১ ইংরেজি, কেরানীগঞ্জ, ঢাকা।