সবুজ অন্ধকার

-প্রিন্স ঠাকুর

আজও কাঁপে দুরু দুরু বুক
উৎসাহ-উদ্দীপনাবিমুখ।
তার পরেওতো কবিতা লিখি
ভালো কি না মন্দ; তবুও লিখি।
লেখার মাঝেই যতটা বলা
বলতে বলতেই পথচলা।
চলতে গিয়ে হোঁচট খাওয়া
এটা আমার পরম পাওয়া।
পাওয়ার মাঝেও কষ্টে আছি
কষ্টের ভিতর সুখেই নাচি।
নাচতে গিয়েই তোমায় দেখা
তোমায় দেখেই কবিতা লেখা।
লেখার মাঝে একটু চাওয়া
চাঁদনি রাতের সাথি হওয়া।
একাকী সময় খোঁজে দুচোখ
সেই যে দেখা তোমারই মুখ।

১১.০২.২০০১ ইংরেজি, পূজাখোলা, বয়রা, খুলনা।

কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *