-প্রিন্স ঠাকুর
একটি মন
বলে শোন, ভালো লাগে কাছে আসি
তোমায় কত ভালোবাসি।
দুটি হাত
ধরে রাখে, কানের নিচ থেকে চিবুক।
দুটি চোখ
একদৃষ্টিতে, দুটি চোখে, চোখে চোখ।
যুগল ঠোঁট
ঠোঁটজুড়ে, ঠোঁটে ঠোঁট।
একটি জিহ্বা
সুখ দেয়, ফোঁটায় ফোট।
পাঁচটি আঙুল
খুঁজতে-খুঁজতে, খোঁজে বুক,
একি-একি, একি সুখ খোঁজে বুক।
দুটি হাত, একটি মুখ
সমস্ত শরীর, আদরে আদর,
শিহরিত শিহরন, আদরে কাতর।
পাগল সোনা
কাঁপতে থাকে, মাথা গরম
খোঁজে কোমল, মসৃণ, নরম।
পাঁচটি আঙুল
খুঁজতে থাকে অন্য কিছু,
পাগল সোনার পিছু-পিছু।
পাগল সোনা
তার ভেতরে লুকিয়ে মুখ,
লুফে নেয় পৃথিবীর সমস্ত সুখ
সুখ-সুখ, একি সুখ, একি সুখ।
০১.০৮.২০০৭ ইংরেজি, বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল।
কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।