-প্রিন্স ঠাকুর
এই কূলে এই যে আমি, ঐ কূলে সেই যে আমি
মাঝখানে জমছে স্মৃতি, ভাসছে স্মৃতির ভেলা―
প্রতিটি জলকণা, ছোট-বড় ঢেউ, ঝড়-তুফান
আনন্দ-বেদনা, প্রেম-বিরহমিশ্রিত স্মৃতির স্তূপ।
উজান ঠেলে ঢেউয়ের পর ঢেউ মাড়িয়ে
কূল ধরতে চেষ্টাতিরিক্ততায় ভাটার টান―
হামাগুড়ি, দৌড়-ঝাঁপ, ছটফটানি, ফটফটানি
কর্দমাক্ত পিচ্ছিল পথে সড়াত সুরুত ঝপাং ঝপ্।
মাঝদরিয়ায় অশান্ত বুকে নোঙর ঠেলে
অক্লান্ত শ্রমের শেষে ক্লান্ত নাবিক
বুকের ছাতি চাপড়াতে নতজানু।
চৌমাত্রিক কর্মযজ্ঞের সারশূন্য―
অবহেলা, অনাদর আর একঘেয়েমি
বয়েমিয়ান যাত্রাপথে চোখের জলের
লবণাক্ত ধারায় নদীতে জোয়ারের আনাগোনা―
জোয়ার-ভাটার ক্রমান্বয়ে স্মৃতির ভেলা
এপার-ওপার, ওপার-এপার, এপার-ওপার―
কূলের দেখায় শূন্যতার প্রহসন।
চক্রভেদী বক্র পথে ঘূর্ণায়বর্তে জমতে থাকে
ছিন্ন আশার ভিন্ন খ-ের স্মৃতির পাহাড়―
স্মৃতির ঝাঁপিতে ওজনের মাত্রা বাড়ার সংকেত।
ঢেউয়ের বুকে বুক মিলিয়ে ডুবু-ডুবু প্রায়
ভাসছে আজও স্মৃতির ভেলা।
১৮.০৮.২০১৯ ইরেজি, কেরানিগঞ্জ, ঢাকা।
কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০।