কবিতা November 12, 2021 অপেক্ষমাণ -প্রিন্স ঠাকুর লাবণ্য,তোমাকে দেখব বলেজলপিপাসু পাখির মতো সেই কখন-বসে আছি তোমার পথ চেয়ে। এক পশলা বৃষ্টি এল, চমকে উঠি।মনে হলো এই বুঝি এলে,ক্ষণ যেতেই নীরবতা, তুমি এলে না। সব ভাবনার জাল ছিন্ন করেআশা নামক পাখিটি-শূন্যে মিলিয়ে গেল। তবুও বসে আছি-কোথায়,কেন বসে আছিকিছুই মনে নেইখেয়াল নেই।বেখেয়ালি সময়, যেতে যেতে যায়।তবুও তুমি এলে না। একা একা শুধুই একাকেউ নেই একলা আমিমুক্ত পাখির মতো বাঁধনহারামন বোঝে না, মানতে চায় না। কেন যেন ভালো লাগছে নাতাই, বসে আছি। ৭.০৫.১৯৯৯ ইংরেজি, কুন্ডুপাড়া, বয়রা, খুলনা। কাব্যগ্রন্থ : সুখ সুখ কষ্ট, ২০১৯। Share আবদার ও অভিযোগNovember 2, 2021কোনো এক বিকেলেNovember 12, 2021 Related Posts কবিতা গান March 26, 2022artndesignbd স্বাধীনতার জয়ধ্বনি -প্রিন্স ঠাকুর স্বাধীন দেশের স্বাধীন পতাকা উড়াই স্বাধীন আকাশে, স্বাধীনতার... কবিতা November 12, 2021artndesignbd দাঁড়িয়ে অনন্তকাল -প্রিন্স ঠাকুর শোবার ঘরের সামনে দরজার পাশেই বিদেশি ফুলের গাছ; থোকায় থোকায়...