কবিতা November 12, 2021 কোনো এক বিকেলে -প্রিন্স ঠাকুর কোনো এক বিকেলেদেখেছি তোমাকেআনমনা চোখে ভীরু ভাবনায়। মেঠো পথ ধরে আলতারাঙা পায়েএকলা তুমি মাঠের পাশ দিয়েহেঁটে চলেছ; লাজুকলতা;সবুজ শাড়ি পরণে তোমারগায়ে লাল ব্লাউজ,বিকেলের ঝিরিঝিরি বাতাস লেগেউড়ছিল শাড়ির আঁচল,চুল ছিল খোঁপায় বাঁধাদু’হাতে রেশমি চুড়ি। লালটিপ ছিল কপালেতেকানে দোলে সোনার দুলচোখে তোমার কাজল আঁকা-দেখতে মায়াবী হরিণের মতোতোমার চোখে এত জাদু ছিল যেআমি জানতে পারিনি। আমি বুঝতে পারিনি যাদুর কাঠির ইশারায়-কখন যেন ঝড়ের হাওয়া বইয়ে দিলেআমার এ সবুজ অবুঝ হৃদয়পটে। সেই ঝড়ো হাওয়ার তীব্র আকর্ষণে-জয় করেছ আমার হৃদয়কেড়ে নিয়েছ আমার মন। ১০.০৮.১৯৯৫ ইংরেজি, বিএম রোড, খুলনা। কাব্যগ্রন্থ : সুখ সুখ কষ্ট, ২০১৯। Share অপেক্ষমাণNovember 12, 2021কে তুমি-২November 12, 2021 Related Posts কবিতা গান March 26, 2022artndesignbd স্বাধীনতার জয়ধ্বনি -প্রিন্স ঠাকুর স্বাধীন দেশের স্বাধীন পতাকা উড়াই স্বাধীন আকাশে, স্বাধীনতার... কবিতা November 12, 2021artndesignbd দাঁড়িয়ে অনন্তকাল -প্রিন্স ঠাকুর শোবার ঘরের সামনে দরজার পাশেই বিদেশি ফুলের গাছ; থোকায় থোকায়...