-প্রিন্স ঠাকুর
ও ব্যাঙ মামা
গায়ে নতুন জামা
কোথায় তুমি যাও।
বসে আছো খাটেতে
পা ঝুলিয়ে মাটিতে
গুড় মুড়ি খাও।
হাতে দেখি ছাতা
মাথায় আমের ঝাকা
শশুর বাড়ি যাও ?
আনতে হবে মামিকে
সাথে আনবে নানিকে
জলদি করে যাও।
করোনা আর দেরি
পাবেনা ঘাটে ফেরি
কেনো এদিক-ওদিক চাও।
লাগেনা আর ভালো
মনটা বেজায় কালো
তুমি কি যে চাও।
একলা ঘরে আমি
কেমন করে থাকি
মামিকে এনে দাও ॥
২২.০৩.২০১৯ ইংরেজি, কেরাণীগঞ্জ, ঢাকা।