কবিতা November 12, 2021 মুক্তির মোহনায় -প্রিন্স ঠাকুর হতাশার ব্যঞ্জনায় রিক্ত; নিঃস্ব প্রাণে, এক বুক জ্বালা নিয়ে― দুঃখের অথৈ সাগরে ভাসিয়েছ কলার মান্দাজ, একফোঁটা সুখ পাবার আশে― একাকী পথ যাত্রী তুমি গন্তব্যহীন; উদ্ভ্রান্ত, পথহারা, ক্লান্ত, উদাসীন, সুখ নামের সোনার হরিণ খুঁজে ফের দ্বারে-দ্বারে। কিন্তু কই? পেয়েছ কি আলোর ঠিকানা― মোহময় মায়ার সংসারে? তুমি এসো বন্ধু; যাবে মোর সাথে? নিয়ে যাব তোমায়― এক অনাবিল নিঃশঙ্ক শান্তির পথে, জরা-মৃত্যুহীন এক; মুক্তির মোহনায়। ১০.০৯.১৯৯৮ ইংরেজি, বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল। কাব্যগ্রন্থ : সুখ সুখ কস্ট, ২০১৯। Share চিরন্তনীNovember 12, 2021যখন আমি থাকব নাNovember 12, 2021 Related Posts কবিতা গান March 26, 2022artndesignbd স্বাধীনতার জয়ধ্বনি -প্রিন্স ঠাকুর স্বাধীন দেশের স্বাধীন পতাকা উড়াই স্বাধীন আকাশে, স্বাধীনতার... কবিতা November 12, 2021artndesignbd দাঁড়িয়ে অনন্তকাল -প্রিন্স ঠাকুর শোবার ঘরের সামনে দরজার পাশেই বিদেশি ফুলের গাছ; থোকায় থোকায়...