কবিতা October 30, 2021 আত্মহনন -প্রিন্স ঠাকুর মনের কোণে তোমাকে যখনে কারো ভালো লেগে যায়, ক্ষণকাল পরে অতি গোপনে― কাছে ডাকবে ইশারায়। দুষ্টু লোকের মিষ্ট কথায় প্রাণ করো না নষ্ট, দিন গেলে পরে বুঝিবে হায়― মনে পাবে বড় কষ্ট। মধুর ভাষায় কত ছলনায় অন্তর নিবে কাড়ি, দুদিন পরে চিনিবে না তোমায়― সেই আত্মহননকারী। ১২.০৫.২০০১ ইংরেজি, বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share ভাল্লাগে নাOctober 30, 2021এইতো জীবনOctober 30, 2021 Related Posts কবিতা গান March 26, 2022artndesignbd স্বাধীনতার জয়ধ্বনি -প্রিন্স ঠাকুর স্বাধীন দেশের স্বাধীন পতাকা উড়াই স্বাধীন আকাশে, স্বাধীনতার... কবিতা November 12, 2021artndesignbd দাঁড়িয়ে অনন্তকাল -প্রিন্স ঠাকুর শোবার ঘরের সামনে দরজার পাশেই বিদেশি ফুলের গাছ; থোকায় থোকায়...