এভাবে কেটে যায় দিন, দিন শেষে রাত;
রাতের আঁধারে স্বপ্নেরা দেয় উঁকি।
তোমার হাত ধরে স্বপ্নলোকে হারিয়ে যাই।
রাত হয় ভোর, স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসি―বাস্তব জ্বলন্ত চুলা,
দগ্ধ হয় মন, প্রাণ, সমস্ত শরীর; তবু দগ্ধ মন তোমাকে খোঁজে।
কোথায় আছো, কেমনে আছো, দেখা হবে কবে, কবে আসবে তুমি?