কবিতা November 2, 2021 দুঃখ দুঃখ আর দুঃখ -প্রিন্স ঠাকুরআমি বৃষ্টির কাছে গেলামকান্না শিখতেবৃষ্টি আমার কান্না দেখেথমকে দাড়ায়। কাঁদা হলো না।আমি অগ্নির কাছে গেলামজ্বলে-পুড়ে দগ্ধ হতেঅগ্নি আমার ভেতরের উত্তাপ দেখেসরে দাঁড়ায়। পোড়া হলো না।আমি সমুদ্রের কাছে গেলামডুবে মরব বলেসমুদ্র আমার চোখের জল দেখেস্তব্ধ হয়ে যায়। ডোবা হলো না।আমি পাহাড়ের কাছে গেলামএক লাফে নিচে পড়ে শবপাহাড় আমার দুঃখের ভারেনতজানু হয়। মরা হলো না।তা হলে…? তা হলে আমি কীভাবেবইব আমার এই দুঃখের ভার?চারিদিক নিশ্চুপ, সুনসানকোথায় উত্তর, উত্তর কোথায়?আকাশে-বাতাসে ভেসে বেড়ায়শুধু হাহাকারের প্রতিধ্বনিদুঃখ, দুঃখ আর দুঃখ―এটা যার যার তার তারভাগ্যগুণে অর্জিত সম্পদ।২৩.০৩.২০১৩ ইংরেজি, পুরানা পল্টন, ঢাকা।কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share অজানা সুখNovember 2, 2021কবে আসবে তুমি?November 2, 2021 Related Posts কবিতা গান March 26, 2022artndesignbd স্বাধীনতার জয়ধ্বনি -প্রিন্স ঠাকুর স্বাধীন দেশের স্বাধীন পতাকা উড়াই স্বাধীন আকাশে, স্বাধীনতার... কবিতা November 12, 2021artndesignbd দাঁড়িয়ে অনন্তকাল -প্রিন্স ঠাকুর শোবার ঘরের সামনে দরজার পাশেই বিদেশি ফুলের গাছ; থোকায় থোকায়...