কবিতা October 27, 2021 অনুরাগ -প্রিন্স ঠাকুর তুমি আমায় বাসবে না ভালো তা জানি স্মৃতিখানি তবু মোর চিতে রবে জেগে, দূর থেকে যদি দাও শুধু হাতছানি স্বপনে তোমাকেই রাঙাব অনুরাগে। যতটাই দূরে ঠেলবে আমায় তুমি ততটাই তোমার কাছেই আমি রব, আকুল হৃদয়ে কাটাব দিবসযামী সজল নয়নে বিরহ-বেদনা সব। সাথিহারা হয়ে রব আর কত দিন? তোমারই মধুর সুরেলা কণ্ঠধ্বনি, আর কতকাল করবে আমায় দীন আর কতকাল শুনাবে আশার বাণী? কোন অপরাধে ভুলে যাও তুমি মোরে কোন ভুলে আজ ছলাকলা তব হেন? আমি তো তোমায় দিয়েছি উজাড় করে মন-প্রাণ আরও হৃদয়-পদ্ম যেন। ১১.০৯.১৯৯৭ ইংরেজি, বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share গৌরাঙ্গদেব চক্রবর্ত্তীAugust 19, 2021কাঙিক্ষতাOctober 27, 2021 Related Posts কবিতা গান March 26, 2022artndesignbd স্বাধীনতার জয়ধ্বনি -প্রিন্স ঠাকুর স্বাধীন দেশের স্বাধীন পতাকা উড়াই স্বাধীন আকাশে, স্বাধীনতার... কবিতা November 12, 2021artndesignbd দাঁড়িয়ে অনন্তকাল -প্রিন্স ঠাকুর শোবার ঘরের সামনে দরজার পাশেই বিদেশি ফুলের গাছ; থোকায় থোকায়...