কবিতা October 30, 2021 পাল্টে দিয়েছে -প্রিন্স ঠাকুর বিচিত্র পৃথিবী আমাকে পাল্টে দিয়েছে, পাল্টে দিয়েছে― কু-সংস্কারাচ্ছন্ন সমাজ, ঘুণে ধরা পরিবেশ, যা কিনা অপছন্দ। রক্তঝরা অতীত, কিছু স্বার্থান্বেষী লোভী কুচক্রী লোক, আমাকে পাল্টে দিয়েছে। পাল্টে দিয়েছে― জ্যোৎস্নালোকিত রাত। বন্ধুত্ব আমাকে পাল্টে দিয়েছে, পাল্টে দিয়েছে― নিকটতম খুব কাছের মানুষটি, যাকে নিয়ে স্বপ্ন ছিল হাজার বছরের। বসন্তের কোকিল তার কুহু কুহু ডাকে আমাকে পাল্টে দিয়েছে। পাল্টে দিয়েছে― ভোরের ঝরে পড়া শিউলি ফুল। প্রকৃতি আমাকে পাল্টে দিয়েছে, পাল্টে দিয়েছে― বর্ণময় ধূসর গোধূলি, আর বাতাসে দোলানো সবুজ ধান, অপূর্ব শ্যামলিমা। শীতের ঝরা পাতা, প্রেম-ভালোবাসা, আমাকে ভীষণ; ভীষণভাবে পাল্টে দিয়েছে। পাল্টে দিয়েছে― অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত। পাল্টে দিয়েছি, নিজেই নিজেকে। ২৯.০৭.২০০০ ইংরেজি, বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share খোলা জানালায় একাকীOctober 30, 2021অশ্রুসিক্ত নয়নOctober 30, 2021 Related Posts কবিতা গান March 26, 2022artndesignbd স্বাধীনতার জয়ধ্বনি -প্রিন্স ঠাকুর স্বাধীন দেশের স্বাধীন পতাকা উড়াই স্বাধীন আকাশে, স্বাধীনতার... কবিতা November 12, 2021artndesignbd দাঁড়িয়ে অনন্তকাল -প্রিন্স ঠাকুর শোবার ঘরের সামনে দরজার পাশেই বিদেশি ফুলের গাছ; থোকায় থোকায়...