কবিতা November 2, 2021 বনের পাখি -প্রিন্স ঠাকুর হয়তো হতে পারে দেখা নয়ত-বা নয়, জীবনযুদ্ধে যে জিতবে তারই তো জয়। চলার পথে হারজিত কীসের এত ভয়, ভয় পেলেই হেরে গেলাম জীবন হবে ক্ষয়। মনের ভিতর কত কথা জমা থেকে যায়, দূরে থেকে কীভাবে বলো এসব কথা হয়। তাইতো ভাই মনের কথা মনেই থেকে যায়, নিজের কথা নিজেই বলি নিজের কাছে রয়। গোপন কথা গোপন ব্যথা কষ্ট বুকে থাকে, কারই-বা এল গেল বলব আমি কাকে। যে ছিল সে পালিয়ে গেল আঁধারভরা রাত, মনের দুঃখ মনেই থাকে যে যাবার সে যাক। বনের পাখি বনেই থাকে মানে নাতো পোষ, এই কথা কাকে বলি কাকে দিব দোষ। ২০.০৫.২০১২ ইংরেজি, ঢাকা। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share পূর্ণিমা রাতNovember 2, 2021দুঃখের স্রোতNovember 2, 2021 Related Posts কবিতা গান March 26, 2022artndesignbd স্বাধীনতার জয়ধ্বনি -প্রিন্স ঠাকুর স্বাধীন দেশের স্বাধীন পতাকা উড়াই স্বাধীন আকাশে, স্বাধীনতার... কবিতা November 12, 2021artndesignbd দাঁড়িয়ে অনন্তকাল -প্রিন্স ঠাকুর শোবার ঘরের সামনে দরজার পাশেই বিদেশি ফুলের গাছ; থোকায় থোকায়...