কবিতা গান November 2, 2021 বিষণ্নতার দীর্ঘশ্বাস -প্রিন্স ঠাকুর ক্লান্ত দুপুরবেলায় উদাসী মেঘের ফাঁকে দুরন্ত পাখির ডানায় মনটা ব্যাকুল থাকে। কতশত স্মৃতি আশপাশ মন বসে না কাজে, ভালোবাসা মিছে আশ দুরাশার চাঁদরের ভাঁজে। পাগল করা হৃদয় শুধু স্বপ্নের ছবি আঁকে, অপূর্ণতায় মোড়া দীর্ঘশ্বাস অন্তরে চাপা পড়ে থাকে। শরীরের ক্লান্তিতে মরিচা হৃদয়ে অবসাদের ফাঙ্গাস, কর্মহীন হাতে রং চা এজীবনে চোরাবালির সার্কাস। স্মৃতির চোখের কোণে জল বৃষ্টি হয়ে ঝরে পড়ে, বালুচরে খাঁখাঁ রোদ্দুরে নীরবে পুড়ে মরে। ১৬.০৬.২০১৯ ইংরেজি, গুলশান, ঢাকা। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share তোমায় ভালোবাসি বলেNovember 2, 2021স্মৃতির ভেলাNovember 2, 2021 Related Posts কবিতা গান March 26, 2022artndesignbd স্বাধীনতার জয়ধ্বনি -প্রিন্স ঠাকুর স্বাধীন দেশের স্বাধীন পতাকা উড়াই স্বাধীন আকাশে, স্বাধীনতার... কবিতা November 12, 2021artndesignbd দাঁড়িয়ে অনন্তকাল -প্রিন্স ঠাকুর শোবার ঘরের সামনে দরজার পাশেই বিদেশি ফুলের গাছ; থোকায় থোকায়...