কবে আসবে তুমি?

-প্রিন্স ঠাকুর

সারাদিন বৃষ্টি, ভিজছে শরীর, ভিজছে শহর এবং গ্রাম
বৃষ্টি পড়ে মাথায়, মাথা থেকে কপাল, চোখ, নাক, মুখ, চোয়াল;
চোয়াল বেয়ে সমস্ত শরীর। শরীরে অজানা সুখের শিহরন,
শিহরিত শরীর আবেগে আচ্ছন্ন হয়ে ওঠে আর তোমাকে খোঁজে।

টিপটিপ বৃষ্টির নূপুরের শব্দ যখন কানে আসে …

একটুকরো জমি

-প্রিন্স ঠাকুর

কিছুটা পতিত অনুর্বর জমি যেটুকু না হলে নয়
এভাবে কতটা দিন? জীবন হবে ক্ষয়।
অনাবাদি অকর্ষিত একটুকরো জমির আশে
প্রতীক্ষায় এই ভূমিহীন কৃষক স্বপ্নলোকে ভাসে।
সাতাশ বসন্ত ধরে, …