প্রিন্স ঠাকুর
প্রিন্স ঠাকুর, পুরো নাম- প্রবীর চক্রবর্তী (প্রিন্স ঠাকুর)। জন্ম ১৯৭৯ সালের ২৯ নভেম্বর, বাংলাদেশের নড়াইল জেলাধীন সদর থানার অন্তর্গত ৩ নং ওয়ার্ডের ১২ নং বিছালী ইউনিয়নে অবস্থিত রুন্দিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার (ঠাকুরবাড়ি)। পিতা- স্বর্গীয় গৌরাঙ্গদেব চক্রবর্তী, মাতা- অনিমা রানী চক্রবর্তী, সহধর্মিনী- দিপালী রানী চক্রবর্তী (দিপা), পুত্র- প্রমিত চক্রবর্তী (দিপ্র), কন্যা- প্রণিকা চক্রবর্তী (দিব্যা), বড়দাদা- গৌতমবুদ্ধ চক্রবর্তী, বৌদি- রূপা রানী চক্রবর্তী, ভাতিজী- গোধূলী চক্রবর্তী (ইচ্ছে) এবং ছোট বোন- শিল্পী রানী চক্রবর্তী (শিলামনি)। তিন ভাই বোনের মধ্যে তিনি (প্রিন্স ঠাকুর) মেঝো।
প্রাথমিক শিক্ষায় হাতেখড়ি শুরু হয় ১৯৮৪ সালে নিজ গ্রামে অবস্থিত রুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৮৯ সালে প্রাথমিক পাঠ চুকিয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন গ্রাম ছেড়ে চার কিলোমিটার দুরে অবস্থিত কোদলা মাধ্যমিক বিদ্যালয়ে। মেঠোপথ ধরে পায়ে হেঁটে গ্রামের সহপাঠি মিলে স্কুলে যাওয়ার মজাটাই ছিল আলাদা। তবে বর্ষাকালে কষ্টের সিমা থাকে না। সেই থেকেই একা একাই বাড়ির গন্ডি পেরুবার যাত্রা শুরু হয়। এই মাধ্যমিক বিদ্যালয় থেকেই ১৯৯৪ সালে যশোর বোর্ড থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন।
শৈল্পিক মনোভাবাপন্ন সৃজনশীল কর্মের রশিক হয়ে নড়াইল জেলার গৌরব তথা বাংলাদেশের গৌরব, শিল্পকলার কর্ণধর বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের শিল্পকলার প্রতি অনুরাগী হয়ে ওঠেন তিনি। নিজ ধ্যাণ, জ্ঞান চিত্রশিল্পে উজাড় করে দেন। ইতোমধ্যে নিজ এলাকায় ও এলাকার আশপাশে ছবি আঁকিয়ে হিসেবে পরিচিতি লাভ করেন। যেকোনো ধর্মিয় বা ব্যাক্তি কেন্দ্রিক অনুষ্ঠানে সাজসজ্জ্বার কাজে জড়িয়ে পড়েন। সেই থেকে উৎসাহ বেড়ে যায় দিগুণ, আর তাই চিত্রশিল্পী হওয়ার আশায় তিনি খুলনা বিভাগীয় শহরের বয়রা গ্রামে অবস্থিত খুলনা আর্ট কলেজে পড়ার সিদ্ধান্তে অটল ছিলেন। তাই, পরিবারের তথা বড় দাদার কথা অনুযায়ী যশোর এমএম কলেজ এবং যশোর ক্যান্টলমেন্ট কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। রেজাল্টের অপেক্ষা না করে, আর্ট কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং সেখানেই ভর্তি হন। শিল্পকে বুকে লালন করে, শিল্প সাধনায় নিজেকে সমার্পন করেন।
তারপর তিনি ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়’র অধীনে বিএফএ (প্রি-ডিগ্রি) অর্থাৎ এইচএসসি সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অর্জন করেন। পারিপার্শিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ এসব পরিস্থিতিতে অর্জিত ফলাফল মেনে নিজেকে সামলে নিয়ে ভর্তি হন বিএফএ ডিগ্রীতে। ২০০১ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়’র অধীনে বিএফএ, ড্রইং এন্ড পেইন্টিং বিভাগ থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। কিন্তু পরীক্ষার ফলাফল এখানেও আশানুরুপ না হওয়ার জন্য পরবর্তি বছর অর্থাৎ ২০০২ সালে তিনি আবার বিএফএ, ড্রইং এন্ড পেইন্টিং বিভাগ থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহন করবেন বলে মনোস্থ করেন। যেই কথা সেই কাজ। কিন্তু পারিবারিক ও অর্থনৈতিক দৈণ্যতার কারণে নিয়মিত ক্লাশের খরচ (ক্যানভাস, জলরং, তেল রং, এ্যক্রেলিক, তুলি, পেন্সিল, কার্টিজ পেপার, বিভিন্ন রকমের টুলস্, প্রভৃতি), বাসা/হোষ্টেল ভাড়া, খাওয়া খরচা, পকেট খরচা সামলাতে টিউশনি করা, কোচিংয়ে ক্লাশ নেওয়া, বিভিন্ন ইভেন্টের কাজে সময় দিতে গিয়ে ঠিক মতো পড়াশুনা ও ক্লাশ করা হয়ে ওঠেনি। তাই, আশানুরুপ রেজাল্ট না হয়ে পূর্বের ন্যায় দ্বিতীয় বিভাগই হয়। মনের দুঃখে ভাগ্যের নির্মম পরিহাসের কাছে হেরে গিয়ে খুলনা শহর ছেড়ে তল্পিতল্পা গুটিয়ে নিজ গ্রাম/ বাপের ভিটায় চলে আসেন।
গ্রাম্য পলিটিকস্ এবং বাবার অসুস্থতায় পরিবারের অর্থনৈতিক টানাপড়েনের কারণে সরকারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধিনে নড়াইল সদর উপজেলা ও অভয়নগর উপজেলায় প্রজেক্টভিত্তিক কাজের কন্ট্রাক্ট নিয়ে কাজ শুরু করেন। পরিবার সামলাতে অর্থ উপার্জনের জন্য ছুটতে ছুটতে কোলকাতায় শান্তিনিকেতনে উচ্চডিগ্রী (এমএফএ, পিএইচডি) অর্জনের স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। এদিকে প্রজেক্টভিত্তিক কাজ শেষ হয়ে যায়। আস্তে ধীরে পরিবারের দায়িত্বভার এসে কাঁধে ভর করে। যে কারণে দ্রুত টাকা আয়ের লক্ষ্যে তিনি আধুনিক প্রযুক্তির শীর্ষস্থান অধিকারী কম্পিউটার শিক্ষার উপর ২০০৪ সালে ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজী এবং ২০০৭ সালে ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া শিক্ষায় শিক্ষা গ্রহণ করেন।
অভাব অভিযোগ এ টালমাটাল হয়ে ২০০৪ সালে শিক্ষকতা পেশায় নামমাত্র বেতনে যোগদেন যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া বাজারে অবস্থিত একটি কিন্ডারগার্ডেন স্কুলে। মহান শিক্ষকতা পেশায় এই চিত্রশিল্পী, কবি ও নাট্য অভিনেতার বর্ণাঢ্য কর্মজীবনের সূচনা হয়। চারু ও কারুকলা বিভাগে সহকারি শিক্ষক হিসেবে রাবেয়া অ্যাডভান্সড ইংলিশ অ্যান্ড কম্পিউটার স্কুল (২০০৪-২০০৬) নওয়াপাড়া, যশোর যোগদান করেন। পরবর্তিতে ভাইস প্রিন্সিপাল ও হল সুপারের দায়িত্ব পালন করেন। সেখানে চারু ও কারুকলার পাশাপাশি কম্পিউটার শিক্ষার ক্লাশও নেবার দায়িত্ব পান। পরে প্রিন্সিপাল (২০০৭) হিসেবে সানফ্লাওয়ার এডাস স্কুল নওয়াপাড়া, যশোর’এ কাজ করেছেন। পাশাপাশি কম্পিউটার ট্রেইনার হিসাবে যুব কম্পিউটার অ্যান্ড কমার্শিয়াল (২০০৪-২০০৬) এবং কম্পিউটার ওয়ার্ল্ড (২০০৪-২০০৬) নওয়াপাড়া, যশোর’এ কাজ করেছেন।
সেই সাথে নিজস্ব কিছু করার তাগিদে কিছু উদ্যমি তরুন যুবকদের সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন শিক্ষা ও বিনোদনমুলক প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড (২০০৫-২০০৭) নওয়াপাড়া, যশোর। মা প্রোডাকশন (২০০৫-২০০৭) নওয়াপাড়া, যশোর’এ প্রতিষ্ঠাতা সিনিয়র উপদেষ্ঠার দায়িত্ব পালন করেন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসাবে রুন্দিয়া মালাধরা কথা কাজ যুব সংঘ (১৯৯৯-২০০৭) অভয়নগর, যশোর’এ দায়িত্বরত ছিলেন।
এভাবে বছর পাঁচেক সুনামের সাথে শিক্ষকতা ও অন্যান্য জনকল্যাণমুলক কাজ করার পর এসব কিছু ছেড়ে দিয়ে রাজধানী ঢাকা শহরে চলে আসেন তিনি। রাজধানীতে এসে নতুন জায়গা, নতুন পরিবেশ, অচেনা শহর সামলাতে কিছুটা বেগ পেতে হয়। এরই মধ্যে দুই/তিনটা প্রতিষ্ঠানের মধ্যে থেকে ঢাকার কাকরাইলে অবস্থিত প্রচার গ্রুপ অব পাবলিকেশন্স এ ২০০৮ সালে আর্টিস্ট এন্ড সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যোগদেন। এক বছর পর ২০০৯-২০১০ সালে একই প্রতিষ্ঠানে তার কর্মদক্ষতায় শিক্ষা ও বিনোদনমূলক মাসিক ম্যাগাজিন স্কুল বিচিত্রায় নির্বাহী সম্পাদক এবং পাক্ষিক আর্থিক খবর পত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করার দায়িত্ব পান। সেখানে তিন বছর কাজ করেন তিনি। তারপর ঢাকা শহরের কয়েকটি বিজ্ঞাপণী সংস্থা ও গ্রুপ অব কোম্পানিতে পর্যায়ক্রমে পেশাদার আর্টিস্ট ও ক্রিয়েটিভ ডিজাইনার হিসেবে কাজ করার সুযোগ পান।
২০১০-২০১২ সালে ভিজ্যুয়ালাইজার হিসেবে ফ্রন্টলাইন কমিউনিকেশন্স লিমিটেড, পল্টন, ঢাকা। ২০১৩ সালে ক্রিয়েটিভ ডিজাইনার হিসেবে ওয়াইজম্যান বগি কন্সালটেন্ট প্রাইভেট লিমিটেড, আরএকে গ্রুপ, উত্তরা, ঢাকা। ২০১৩ সালে আর্ট ডিরেক্টর হিসেবে দাগ কমিউনিকেশন্স, বনানী (ডিওএইচএস), ঢাকা। ২০১৪-২০১৭ সালে সিনিয়র ভিজ্যুয়ালাইজার হিসেবে পার্ল কমিউনিকেশন্স প্রাইভেট লিমিটেড, বনানী, ঢাকা। ২০১৭ সালে আর্ট ডিরেক্টর হিসেবে গিকি সোস্যাল, নিকেতন, গুলশান ১’এ কর্মরত ছিলেন। সেই সাথে মনের ভেতর পোষন করা উচ্চতর ডিগ্রী লাভের আশা কিছুটা পুরণ করেন তিনি। ২০১৪ সালে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা), ধানমন্ডি, ঢাকা থেকে এমএফএ, গ্রাফিক ডিজাইন বিভাগে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
২০১৭-২০২৪ সালে সিনিয়র অফিসার হিসেবে গ্রাফিক্স ডিজাইন বিভাগের দায়িত্ব নিয়ে অটো ক্রপ কেয়ার লিমিটেড, গ্রুপ কিউএ এর একটি সহযোগী সংস্থা, বনানী, ঢাকা (গ্রুপ অব কোম্পানি) কর্মরত ছিলেন। পাশাপাশি প্রতিষ্ঠাতা সহকারী সম্পাদক (২০১৯), স্বপ্নলোক (শিল্প, সাহিত্য ও সংস্কৃতি-বিষয়ক পত্রিকা), ঢাকায় দায়িত্ব পালনের সহিত প্রকাশনা করেন। বর্তমানে ২০২৪ সালের ফেব্রুয়ারী থেকে সিনিয়র ম্যানেজার হিসেবে ক্রিয়েটিভ এন্ড ডিজাইন বিভাগের দায়িত্ব নিয়ে সেমস গ্লোবাল বাংলাদেশ (এ্যডভারটাইজিং ক্রিয়েটিভ কর্পোরেট কোম্পানি), উত্তর বাড্ডা, ঢাকা সুনামের সহিত কর্মরত আছেন।
নাট্যকলা ও নাট্যাভিনয়ে পদচারণামূলক সংগঠন : খুলনা থিয়েটার (১৯৯৫-১৯৯৭) টুথপাড়া, খুলনা। নাট্যলোক (১৯৯৭-১৯৯৯) বয়রা, খুলনা। ক্যানভাস (১৯৯৭-২০০২) খুলনা আর্ট কলেজ ক্যাম্পাস, বয়রা, খুলনা। শিশুস্বর্গ খেলাঘর আসর (১৯৯৭-২০০২) বয়রা, খুলনা।
পেশাগত দিক থেকে তিনি একজন চিত্রশিল্পী এবং ক্রিয়েটিভ ডিজাইনার। ডিজাইনের প্রয়োজনে স্টাইলিস্ট বাংলা ফন্টের স্বল্পতার কারণে নিজ উদ্যোগে ২০১৫ সালের শেষের দিকে ‘দিপ্র এডি’ নামে ফুলফ্যামিলি আনকোরা একটি আনসি ট্রু-টাইপ ফন্ট তৈরি করেন। যা ২১ ফেব্রুয়ারি, ২০১৬ সালে ভাষা শহীদদের স্মরণে উৎসর্গকৃত ফুল ফন্ট ফ্যামিলি বাংলা ফন্ট ব্যবহারকারীদের জন্য অনলাইনে উন্মুক্ত করে দেন। ফন্টটি বিজয় বাংলা কিবোর্ড-এ সাপোর্টকৃত। যেটা সকলের মাঝে বিপুল পরিমান সাড়া জাগে। সেই সাথে ব্যবহারকারী সকলের কাছ থেকে তিনি প্রশংসীত হন। ফন্টটির ইউনিকোড করেছেন দিপ্র এডি রেগুলার। সময়ের সল্পতার কারণে বেশি দূর আগাতে পারছেন না তিনি। জানামতে, আরো কয়েকটি স্টাইলিস্ট ফন্টের নমুণা তৈরি করেছেন, যা এখোনো ফন্ট হিসাবে ডেভেলপ করা হয়ে ওঠেনি।
বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা/কোম্পানীতে চাকরীর সুবাদে অনেক কোম্পানীর লোগো ডিজাইন, ব্রান্ডিংসহ ব্রান্ড গাইড লাইন করে দিয়েছেন। টিভি বিজ্ঞাপণের কাজ ও করেছেন। বিভিন্ন প্রোডাক্টেও প্যাকেজিং/পাউচ, বোতল/ক্যান/যার লেভেল স্টিকার, বিলবোর্ডসহ সকল প্রকার প্রোডাক্ট প্রমোশনাল আইটেম ডিজাইন করছেন। সেই সাথে প্রচ্ছদ শিল্পী হিসাবে অমর একুশে বইমেলায় প্রকাশিত অর্ধশতাধিক এর বেশি বইয়ের প্রচ্ছদ ডিজাইন করেছেন।
মূলত ছোটবেলা থেকেই সাংস্কৃতিমনা। আর সেই সূত্রধরে সাংস্কৃতিক অঙ্গনে পদচারণা। লেখালেখির প্রতি রয়েছে তার দুর্বার আকর্ষণ। বাবা শ্রী গৌরাঙ্গদেব চক্রবর্তী’র ছায়ায় জীবনের প্রথম পাঠ এবং কাগজ-কলম সংস্পর্শে অব্যক্তকে প্রকাশের প্রশিক্ষণ গ্রহণ। বাবা’ই তাকে প্রথম লেখালেখির ব্যপারে গঠনমূলক সমালোচনা ও প্রেরণা যুগিয়েছেন। বলা চলে বাবাই তার লেখার প্রথম পাঠক এবং পথ প্রদর্শক। ছবি আঁকা, সৃজনশীল ডিজাইন করা, গান করা ও অভিনয়ে তিনি যেমন পারদর্শি তেমনি কবিতা, গান, ছোটগল্প, নাটক/নাটিকা, কৌতুক, শিল্প বিষয়ক লেখায় ও রয়েছে অনেক অভিজ্ঞতা।
গতানুগতিক থেকে বেরিয়ে নিজস্ব এক ধারায় লিখছেন তিনি। তার লেখায় সত্য-মিথ্যা, আলো-আঁধার, সাম্য-বৈষম্য, প্রেম-বিরহ ইত্যাদি নিপুণভাবে ফুঁটে উঠেছে। ছাত্রাবস্থায় সহপাঠী বন্ধুদের সহযোগিতায় ‘অন্য’ এবং ‘মেঘ’ নামের দুটি সাপ্তাহিক সাহিত্যের ছোট কাগজ পর্যায়ক্রমে প্রকাশ করেছেন তিনি। বিভিন্ন উল্লেখযোগ্য দিবস উপলক্ষে দেওয়াল পত্রিকা তৈরি করেছেন। পাশাপাশি বিভিন্ন দৈনিক পত্রিকা, ম্যাগাজিন, সাময়িকীসহ জনপ্রিয় বাংলা ব্লগ―সামহোয়্যার ইন ব্লগ, চতুর্মাত্রিক, গল্প-কবিতা, সোস্যাল মিডিয়ায় প্রিন্স ঠাকুর নামক ফেসবুক পেজে এবং নিজস্ব ওয়েবসাইটের বাংলা ব্লগ ‘আমার খেরোখাতা’ http://artndesignbd.com/blog-page/ এ তার কবিতা নিয়মিত প্রকাশিত হয়। সেখানে বেশকিছু কবিতা পাঠকহৃদয়ে সাড়া জেগেছে।
সাহিত্যদেশ প্রকাশনী‘র শফিক সাইফুল কর্তৃক সম্পাদিত ‘বাংলাদেশের কবি ও কবিতা’ ২০১৭ গ্রন্থে তার লেখা কবিতা প্রকাশ পায়। পাঠকদের ভালোবাসা ও প্রেরণায় অমর একুশে বইমেলা ২০১৯ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘সুখ সুখ কষ্ট’, ২০২০ সালে দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘শূন্যতার ঘ্রাণ’ এবং ২০২১ সালে তৃতীয় কাব্যগ্রন্থ ‘একচিলতে রোদ্দুর’ প্রকাশিত হয়। পরবর্তিতে ‘প্রেম কাব্য’ শিরোনামে চতুর্থ কাব্যগ্রন্থ প্রকাশিত হবে বলে পাণ্ডুলিপির কাজ চলছে। আশা করছি, পূর্ব প্রকাশিত কাব্যগ্রন্থের কবিতার ন্যায় এই কাব্যগ্রন্থের কবিতাগুলিও সবার মন জয় করবে।
কবির লেখা কাব্যগ্রন্থের কবিতাগুলো অতি সাধারণ বিষয়কে উপজীব্য করে জীবনমুখী-বাস্তবতাকে ঘিরে সরল শব্দ প্রয়োগে নিজস্ব ধারায় লেখার চেষ্টা। তার মতে, কবিতা মানে জটিল বাক্যে শব্দ শব্দ খেলা মনে করে কবিতার পাঠক হারিয়েছে। তাই, হারানো পাঠকদের কবিতার প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি নতুন পাঠক তৈরিতে তার এই প্রয়াস।’
ঘাত-প্রতিঘাত পেরিয়ে প্রচেষ্টা আর নিবিড় সাধনায় জীবনসমুদ্রের উথাল-পাথাল ঢেউগুলোকে সামলে জীবনাবসান অবধি কাব্যচর্চায় সবার অকুণ্ঠ ভালোবাসার সিক্ততায় ভিজতে চান তিনি।



Prince Tagore
Prince Tagore, full name – Probir Chakravarty (Prince Tagore). Born on November 29, 1979, in a respectable Brahmin family (Tagore bari) of Rundia village located in Bichali Union-12, Ward-3 under Sadar Police Station under Narail District, Bangladesh. Father – Late Gaurangadeb Chakravarty, mother – Anima Rani Chakravarty, wife – Dipali Rani Chakrabarty (Dipa), son – Promit Chakravarty (Dipro), daughter – Pronika Chakravarty (Divya), elder brother – Gautambuddha Chakravarty, elder sister in law – Rupa Rani Chakravarty, niece – Godhuli Chakravarty (Ichche) and younger sister – Shilpi Rani Chakravarty (Shilamoni). He (Prince Tagore) is the middle of three siblings.
He started his primary education in 1984 at Rundia Government Primary School in his village. In 1989, after completing his primary studies, he was admitted to the sixth grade at Kodla Secondary School, located four kilometers away from the village. Walking along the sidewalk with his classmates to school was a different kind of fun. However, during the rainy season, there is no limit to the hardships. From that moment on, the journey of crossing the boundaries of his home alone began. From this secondary school, he obtained the first division in the SSC examination in the humanities department from the Jessore Board in 1994.
Being a lover of artistically minded creative work, he became fond of the art of the world-renowned painter SM Sultan, the pride of Narail district and the pride of Bangladesh, the leader of art. He devoted his attention and knowledge to painting. In the meantime, he became known as a painter in his own area and its surroundings. He got involved in decorating any religious or personal event. From then on, his enthusiasm increased twofold, and so, hoping to become a painter, he was steadfast in his decision to study at Khulna Art College located in Boyra village of Khulna divisional city. Therefore, according to the advice of his family and elder brother, he participated in the admission test of Jessore MM College and Jessore Cantonment College. Without waiting for the results, he participated in the admission test of the art college and passed it with distinction and was admitted there. Cherishing art in his heart, he dedicated himself to the pursuit of art.
Then in 1996, he obtained the second division in the BFA (Pre-Degree) i.e. HSC equivalent examination under Rajshahi University. He accepted the results achieved in these circumstances, economic and political pressure, and got admitted to the BFA degree. In 2001, he obtained a bachelor’s degree in fine arts from the BFA, Drawing and Painting department under the National University. But since the results of the examination were not as expected here too, he decided to participate in the bachelor’s degree examination in fine arts from the BFA, Drawing and Painting department again the next year i.e. in 2002. Whatever he said, he did. But due to family and financial difficulties, the expenses of regular classes (canvas, watercolor, oil paint, acrylic, brush, pencil, cartridge paper, various tools, etc.), house/hostel rent, food expenses, tuition to manage pocket expenses, taking coaching classes, and devoting time to various events did not allow for proper study and classes. Therefore, instead of the expected results, he remained in the second division as before. In his heart of sorrow, defeated by the cruel irony of fate, he left Khulna city and moved to his village/father’s house.
Due to the financial strain of the family due to rural politics and his father’s illness, he started working on project-based work contracts in Narail Sadar Upazila and Abhaynagar Upazila under the Government Primary Education Department. While running around to earn money to support the family, his dream of earning a higher degree (MFA, PhD) at Santiniketan in Kolkata remained a dream. Meanwhile, the project-based work ended. Slowly, the responsibility of the family came and fell on his shoulders. For this reason, in order to earn money quickly, he studied computer education, which is at the forefront of modern technology, with a Diploma in Computer Science and Technology in 2004 and a Diploma in Graphic Design and Multimedia Education in 2007.
In 2004, after being troubled by the allegations of lack of money, he joined the teaching profession at a kindergarten school located in Nawapara Bazar under Abhaynagar police station in Jessore district for a nominal salary. This great painter, poet and theater actor began his colorful career in the teaching profession. He joined Rabeya Advanced English and Computer School (2004-2006) Nawapara, Jessore as an assistant teacher in the arts and crafts department. Later, he served as Vice Principal and Hall Superintendent. There, along with arts and crafts, he was given the responsibility of conducting computer education classes. Later, he worked as Principal (2007) at Sunflower Education School Nawapara, Jessore. He also worked as a computer trainer at Jubo Computer and Commercial (2004-2006) and Computer World (2004-2006) Nawapara, Jessore.
Along with this, with the desire to do something of his own, he founded the educational and entertainment organization Media World (2005-2007) Nawapara, Jessore with some enterprising young people. He served as the founding senior advisor at Ma Production (2005-2007) Nawapara, Jessore. He was the literary and cultural editor at Rundia Maladhara Katha Kaja Jubo Sangha (1999-2007) Abhaynagar, Jessore.
After doing teaching and other public welfare work with great reputation for five years, he left all these and moved to the capital Dhaka. Coming to the capital, it took some time to cope with the new place, new environment, and unfamiliar city. In the meantime, he joined the Prochar Group of Publications located in Kakrail, Dhaka in 2008 as an artist and senior graphics designer. A year later, in 2009-2010, he was appointed as the Executive Editor of the educational and entertainment monthly magazine School Bichitra and as the Senior Staff Reporter of the fortnightly financial news newspaper in the same organization. He worked there for three years. Then, he got the opportunity to work as a professional artist and creative designer in several advertising agencies and groups of companies in Dhaka city.
2010-2012 as a Visualizer at Frontline Communications Limited, Paltan, Dhaka. 2013 as a Creative Designer at Wiseman Bogie Consultant Private Limited, a sister concern of RAK Group, Uttara, Dhaka. 2013 as an Art Director at Dag Communications, Banani (DOHS), Dhaka. 2014-2017 as a Senior Visualizer at Pearl Communications Private Limited, Banani, Dhaka. 2017 as an Art Director at Geeky Social, Niketan, Gulshan 1. Along with this, he fulfilled his dream of getting a higher degree. In 2014, he received a Master of Fine Arts degree in the Department of Graphic Design from the University of Development Alternative (UODA), Dhanmondi, Dhaka.
From 2017 to 2024, he was working with a good reputation at Auto Crop Care Limited, a sister concern of Group QA, Banani, Dhaka (Group of Company), with responsibility for the Graphics Design Department as a Senior Officer. He also published and served as the Founding Assistant Editor (2019), Shopnolok (Art, Literature and Culture Magazine), Dhaka. Currently, he is working with a good reputation at CEMS Global Bangladesh (Conference & Exhibition Management Services Ltd.), North Badda, Dhaka, with responsibility for the Creative and Design Department as a Senior Manager since February 2024.
Organizations involved in theater and drama: Khulna Theater (1995-1997) Tuthpara, Khulna. Nattyalok (1997-1999) Boyra, Khulna. Canvas (1997-2002) Khulna Art College Campus, Boyra, Khulna. Shishuswarga Khelaghar Asar (1997-2002) Boyra, Khulna.
By profession, he is a painter and creative designer. Due to the shortage of stylist Bengali fonts for design purposes, at the end of 2015, on his own initiative, he created a full-family Ankora font named ‘DiproAD’, an ANSI true-type font. On February 21, 2016, the full-font family Bangla font dedicated to the memory of the language martyrs was made available online for users. The font is supported by Bijoy Bangla Keyboard. Which received a huge response from everyone. At the same time, he was praised by all the users. The font has been Unicoded by DiproAD-Regular. Due to lack of time, he is not able to go far. As far as I know, he has created several other stylist font samples, which have not yet been developed as fonts.
Due to his work in various advertising agencies/companies, he has designed logos, branding and brand guidelines for many companies. He has also done TV advertising work. He is also designing all kinds of product promotional items including packaging/pouches, bottles/cans/jar level stickers, billboards, etc. As a cover artist, he has designed the covers of more than fifty books published at the Amar Ekushey Book Fair.
The common childhood is called cultural. And from that source, he walked in the cultural arena. His first lesson in writing is in the shadow of his beloved father Shri Gourangadev Chakravarty and the practice of expressing the unspoken in the touch of the pen. It is his father who gave him the first constructive and constructive advice in writing. It is said that his father was the first reader and guide of his writing. He has seen and experienced many things like drawing, creative designing, singing and writing poems, songs, short stories, plays, comedy, art subjects and many more.
He writes in a traditional style. His writings skillfully cover the world of truth and falsehood, light and darkness, equality and inequality, love and separation. During his student days, he published the short stories of alternative weekly literature ‘An’ya (Other)’ and ‘Megh’ with the help of friends. The walls have been written on different days and dates. In addition, various newspapers, magazines, and magazines have been developed with Bangla blogs – Somewhere in Blog, Choturmatrik, Golpo-Kabita, Social Media Prince Tagore on Facebook. His poetry is analyzed in the genre online blog ‘Amar Kherokhata’ http://artndesignbd.com/blog-page/. Several poems there have resonated with the hearts of readers.
His poems were published in the book ‘Bangladesh Poets and Poems’ 2017, edited by Shafiq Saiful of Sahityadesh Publishing. With the love and inspiration of the readers, the first poetry book ‘Sukh Sukh Kosto’ was published in Amar Ekushey Book Fair in 2019, the second poetry book ‘Shunnotar Ghran’ in 2020, and the third poetry book ‘Akchilte Roddur’ in 2021. The manuscript work is underway to publish the fourth poetry book titled ‘Prem Kabyo’ later. I hope that the poems in this poetry book will also win everyone’s hearts like the poems in the previously published poetry books.
The poems of the poet’s poetry are written by the poet, using active and creative words, addressing common topics in a row. He thinks that the play of words in poetry reading has lost the reader of poetry. Therefore, this is his attempt to create new readers along with interest in lost poetry.
Efforts to prevent injuries and conflicts, in Arabic pursuit, he copes with the ups and downs of life, in the practice of poetry until the end of his life, he is in the video soaked in all the unyielding love.
Related Posts
পুরো নাম গৌরাঙ্গদেব চক্রবর্ত্তী গৌর, ডাক নাম...